তোমার বুকেই মন আছে 

ভাবতে তোমার আপত্তি কি ?

জানি তাকে তুমি যখন মেলে ধরো

প্রাণের সুরে প্রাণ মিলিয়ে ধন্যি শাখায় নাচতে থাকো

সবাই তখন মজা করে লুডো খেলে

সাপ সিঁড়িতে নামিয়ে আদর

নকল বিষে হৃদয় পোড়ায় ।

তবুও মন বলতে আপত্তি কি ?

তাকেই তুমি লালন করো 

গাছে চড়াও খাদে নামাও 

সুখের খোঁজে মাটি চষাও 

ময়লা ঘেঁটে রতন খোঁজাও 

আবার রতন ফেলে মাতন মাতাও ।

 

মাঝে মাঝে সেও ফুলপিসিকে হয়ে যায়

ওই ওই আও আও শিশুটির হাতে হাত ধরে 

ডুব সাঁতারে সাগর পারে 

মেলার ভিড়ে অসীম হয়ে হারিয়ে যেতে চায় ,

 

তাকেই মন মানতে আপত্তি কি তোমার ? 

               -০-০-০- 

 

 


আপনার মতামত দিন