পছন্দ মেলে নি তাই ফুটপাত বদলে 

একেবারে রাস্তার ওপারে , 

অন্য কারো সঙ্গে মিলবেই 

তাই উপরে যাওয়ার ইচ্ছেতে সহজেই 

ঢেলে দিয়েছি জল । 

পছন্দ গুলো দিশা বদল করে

প্রায়ই  আমাকেই গুলিয়ে দেয় । 

আমার হতভম্ব মস্তিষ্ক আপ্রাণ সফলের হাত ধরতে চায় 

আমিও সেই চেষ্টার বিকিরণে 

পছন্দের সলতে সাজাই 

আমার বাঁচার বাঙ্মিক উঠোনজুড়ে । 

ভাল থাকার সমীকরণে এত শূন্যের প্রলেপ 

আমি চমকে উঠি । 

পছন্দ সবার হোক উনিশ বিশের

কোন না কোন ভাবনা জুড়ে । 

রাস্তাটাও থাক রাস্তায় 

নিজেকে তারই একটায় চলা 

অভ্যাস করে নিতে হয় । 


আপনার মতামত দিন