অতিথির আনাগোনায় মুখর হবে ভেবেই
আমাদের ছোট জায়গায় বড় মনের ফ্ল্যাটে
প্রতি বছর জন্মদিন , পূজো আর শুভ সংবাদে
অনেককে ডেকে খাওয়ার আয়োজন করি ।
নিমন্ত্রণে সবাই আসে খুব শুভেচ্ছা জানায়
ঘরের মুখরিত আদল স্বর্গীয় ধাম হয়ে যায় ,
তারই সূত্র ধরে সারাটা বছর
নানান বিশ্লেষণে উল্টে পাল্টে যায়
সেই সব মুখের চিত্র বিচিত্র
ঘরের আনাচে কানাচে
কি সব যেন ছায়ার বাগান গড়ে তোলে ;
আবার ফুলদানির ফুল হয়ে খুব গন্ধ ছড়ায় ।
তাতেই আমি বেঁচে আছি
বছরের পর বছর ।
-০-০-০-
-০-০-০-
Read more...