দরজার ও পাশের ফিসফাস

আমাদের কান পর্যন্ত কিছুতেই পৌঁছয় না ,

অন্ধকারে থেকে যায় পুরো বিষয়টা ।

দু একটা আলো হওয়ার আশায় এগিয়ে এলেও

আমরা সবাই অনুদানে তার হাঁ মুখ বন্ধ করে

পেটের মধ্যে দগদগে ঘা তৈরী করে রাখি ;

ফলে সে ইচ্ছে হয়ে ডানা মেলতেই পারে না ।

ফিসফাসে জঠর বাড়তেই থাকে

আমাদের বক্তব্য - যতসব বিভাজনের দল ,

সমাজটাকে ধ্বংস করে দিল ।

অন্ধকারে যেই ঢুকেছে অন্ধকার হয়ে গেছে

দরজার ওপাশে তার কথা ঠান্ডা ঘরে বাক্সবন্দী ।

আমরা সবাই সভ্যতা গড়ছি

দরজা এ পাশে আমাদের মত করে ।

              -0-0-0-

 

\


আপনার মতামত দিন