চলার পথের রঙিন সীমায় 

কালো কালো এত দাগ কেন ? 

ভয়ে আমার হৃদয় কাঁপে 

দিগন্ত আজ বেসুরেতে ঘণ্টা বাজবে না তো । 

আমার এই টুকু এই সঞ্চয় সুখ  

ছিনিয়ে নিয়ে বাদুড় ঝোলা 

আমার বুকে আঁকবে না তো শুধুই স্মৃতিচিহ্ন । 

কাঁপতে থাকা পতাকা আস্ত যুগের দোলায়

মিলিয়ে দেবে মানুষ মলিন ব্যাখ্যা জীবন কথা 

মাটির গন্ধে তিক্ত বিষ 

ছায়ার স্রোতে বিলোল মুখ

উলোট পালট দিক বদলে হারিয়ে দেবে না তো ।

ওই কেন গো বিভোর বিভা

আমায় বাঁচার ঘর নিকানো নাগরদোলা । 

গাছ পাখিদের শাখায় পাখায় 

দাও না ওগো আমার ভাবা বিশ্ব জোড়া 

কথার কথা আলোর মালা । 

             -০-০- 


আপনার মতামত দিন