দাদাকে বললাম - চল পুকুর ধারে গাছের ছায়ায় বসি ,
এই চৈত্রের গরম বিকেলে
জলের পরম সুখ প্রাণ ভরে আমরাই ভোগ করে নিই ।
দাদা আমাকে আকাশের মেঘ ভেবে
ফুঁ দিয়ে উড়িয়ে দশতলার সিঁড়িতে উঠতে লাগল ।
দিদিকে বললাম - ঘাস বনের ধারে খুব প্রজাপতি
ওরা বোবা হয়ে বসন্ত ফুলের মধু খুঁজছে ;
চল না ওদের গুনগুন প্রাণে মিশে যাই।
দিদি আমাকে কীট নাশকের মত করে
এক খানা অজানা পাঞ্চ দিয়ে
আমাদের জানা অজানা পথ ধরে কোথায় যেন
খুব সৌন্দর্য হতে চলে গেল ।
ভাইকে আমি একেবারে বুকে ধরে
পাহাড়ের নিঃঝুমের সাথে খুব বকবক করে
পাহাড় চূড়া হওয়ার কথা শেখাতে থাকি ;
মা বলল - বই শেখা ছড়া বলতে শেখা
সহজেই যেন পাতার উপর উঠে বসতে পারে ।
বাবাকে দেখেছি কেবল দিন কিনতে আপ্রাণ ছুটে বেড়ায়
মানুষের প্রাণের মেলায় তাঁর আলো চুরি হচ্ছে বলে
মা তাই নিয়ে অন্ধকারে রান্নার আগুন জ্বালায় ;
তাতেই কতশত স্নেহ ঝরে পড়ে
আর আমি বড় হই প্রতি বৈশাখী আলোর মেলায় ।
-০-০-০-
Read more...