স্যামসাং মোবাইল বাংলাদেশের বাজারে নিয়ে আসছে নতুন গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোন। গ্যালাক্সি এথ্রি ও এফাইভ মডেলের দুটি ফোনের কাঠামোই ধাতব। কালো, সাদা, সোনািল ও রুপািল রঙে পাওয়া যাচ্ছে ফোন দুটি। দুটি ফোনেই আছে ১ দশমিক ২ গিগাহার্টজ গতির কোয়াড কোর প্রসেসর। ৩০ জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে। এর উদ্বোধন করা হবে ব্যান্ড সংগীত দল ওয়ারফেজের ৩০ বছর পূর্তির কনসার্টে। গ্যালাক্সি এফাইভের দাম ৩০ হাজার ৯০০ এবং এথ্রির দাম ২৫ হাজার ৯০০ টাকা। বিস্তারিত
- লিখেছেন: সংগ্রহ মালা
- ক্যাট্যাগরি: বিজ্ঞান ও প্রযুক্তি
- পোষ্টটি দেখা হয়েছে: 3473 বার
Read more...