অনলাইনে ডেটিংয়ের পুরো বিষয়টিকেই মিথ্যার ফুলঝুড়ি বলে মন্তব্য করেছে ব্রিটেনের একটি ওয়েবসাইট।
'ইলিসিট এনকাউন্টারস' নামের ওই সাইটের এক মুখপাত্র জানান, ডেটিং সাইটগুলোর মাধ্যমে নারী-পুরুষরা নিজেদের সম্পর্কে পুরো মিথ্যা কথা চালিয়ে যান। এর কারণ হিসেবে বলা হয়, এই সাইটগুলোতে মানুষ যা হতে চেয়েছিলেন নিজেকে সেই পরিচয়ে উপস্থাপন করেন। আর তা করতেই বানোয়াট কথা বানিয়ে বলতে হয়। ডেইলি স্টার এ-সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, নারী এবং পুরুষরা উভয়ই ডেটিং সাইটের মাধ্যমে মনের মতো একজনের সঙ্গে ডেটিং করতে চান।
সূত্র : হিন্দুস্তান টাইমস