ক্ষনিকের প্রান্ত শালা
আব্দুল হান্নান
প্রভুর আজ্ঞা নিয়ে তব আমি ধরণীর দ্বারে,
মাটির পিঞ্জিরায় রেখে প্রভু পাঠালেন আমারে,
কে আমি? কেন আসলাম আবার যাব কোন অজান্তে,
এসেছি আলমে আরওয়াহ হতে আলমে দুনিয়ার দ্বারপ্রান্তে,
অনুভূত হয় প্রভুর দরবারে সেই শপথের কথা,
সব রুহু মিলে সমস্বরে করেছিলাম যাহা হেথা।
আমার ছিন্নতার বিরহ বেদনা বুঝিবে সেই জন,
আলমে আরওয়াহ হতে যারা আমার ছিল সংগমন।
খোদার নামের তাসবিহ জপে দেখতাম তাহার তাজাল্লিয়াত,
ধরাই এসে মনে তো আসে না ঐশী খোদার রুবুবিয়াত।
আমি নফসের ফেরেবে বন্দী হয়ে শরীর পিঞ্জিরায়,
পাপের পিছে তাড়াই আমারে নফস আম্মারাই।
ক্ষন জীবনের সব চাওয়া পাওয়ার হবে একদিন শেষ,
সেদিন আমি ছাড়িয়া যাবো ধরার এ দেহাবশেষ।
মহাজীবন কে সামনে নিয়ে পৌঁছাবো বরযখে,
জিসমে মিছালীতে প্রবেশ করিয়া রবো সুখে না দুঃখে।
ইল্লিন এর শান্তি প্রভু যদি মরে দেয়,
সিজ্জিন হতে সদাসর্বদা পানাহ আমি চাই।
কি নিতে এসেছিলাম ধরাই কি নিয়ে গেলাম?
ক্ষণিকের প্রান্থশালায় কেমন আমি ছিলাম?
- লিখেছেন: মোঃ আব্দুল হান্নান
- ক্যাট্যাগরি: গল্প ও কবিতা
- পোষ্টটি দেখা হয়েছে: 1922 বার
Read more...