ওরা পাশান্ড শয়তান
হান্নান
ধিক্কার দেই পাশ্চাত্যের দুপায়া সাদা চামড়ার নরপশুদের,
মানবতার প্রতি একটু দরদ নেই যাদের।
হিংস্র হায়েনা পাগলা কুত্তার বিষাক্ত দন্তের কামড়ের ন্যায়
কামড় দিয়েছে মুসলিমের।
ওরা পাশান্ড জানোয়ার ওদের বুকে নেই মমতা,
ছোট ছোট শিশুদেরও ওরা ক্ষমা করেনা,
নির্ম্ম ভাবে সবাইকে করছে হত্যা।
মুসলমানদের চোখের অশ্রুতে স্নান হয়েছে বিশ্ব মুসলিম,
শিশু হারা মা স্বামী হারা বিধবার চোখের নীরে
পশু পাখি পর্য্ন্ত কেঁদে ফিরেছে,
তবুও দয়া হচ্ছেনা ওদের মনে।
হে রক্ত চুষার দল আর কত রক্ত চাও ?
বসনিয়া, চেসনিয়া, ইরাক, আফগান, ফিলিস্তিন
সবার রক্ত চুষার পরও তোমাদের তৃষ্না মেটেনি?
গণতন্ত্রের বুলি ছড়িয়ে করছো মুসলিম নিধন,
তোমাদের উপর কথা বললেই করছো তাদের পতন।
তোমরা কি বিশ্ব জয় করতে চাও ?
অত্যাচারী বেশে তা কখনো পারবেনা।
বরং বিশ্ব ইতিহাসে তোমরা পাশান্ড,
পাশান্ডই হয়ে থাকবে।।
- লিখেছেন: মোঃ আব্দুল হান্নান
- ক্যাট্যাগরি: গল্প ও কবিতা
- পোষ্টটি দেখা হয়েছে: 1849 বার
Read more...