একবিংশ শতাব্দীর সিংহদ্বার তোমার রাহে উন্মুক্ত,
অলসতার জিম্মী শিকল ছিন্ন করো।
জাগ্রত হও মহিমাময়ের আহকাম তামিলে।
পবনে হিল্ললে নব দিগন্তে শুধু একই প্রতিধ্বনী,
বার বার তোমাকে হাতছানী দিয়ে ডাকছে।
কেন স্তব্ধ?
বেরিয়ে এসো জুলমাতের আবৃত ছেড়া কাঁথা থেকে,
অসত্য বর্বর জালিম সন্ত্রাসী সমাজের করালো গ্রাসের
মস্তকে কুঠারাঘাত করো।
অশান্ত ধরনীকে পাঁপ পঙ্কিলতার বিষবাস্প
হতে এ সমাজকে মুক্ত করো।
মজলুমের রাহবার হয়ে নেমে এসো মুক্তির পথে।
তোমার লোহিত রক্তের শিহরন,
সত্যের পথে আজ বড় প্রয়োজন।
পিলাও হে তরুন শাহাদাতের শরবত,
তোমার রক্তে উঠবে ইনসাফের ইমারত।
নই কোন সংশয় নই কোন ভাবনা,
ছিন্ন করো প্রবৃত্তির যত কামনা।
শপথ নাও ঐশী কালামের,
ঘাড় মচকাবে যত জালিমের।
দিক দিগন্তে ছড়াও সত্যের হুংকার,
ঘরে ঘরে দাও শান্তির ঝংকার।
হে তরুন তুমি কি শুনবেনা এ আহবান?
ন্যায়ের পথে কি হবেনা আগুয়ান।
- লিখেছেন: মোঃ আব্দুল হান্নান
- ক্যাট্যাগরি: গল্প ও কবিতা
- পোষ্টটি দেখা হয়েছে: 2091 বার
Read more...