আব্দুল হান্নান
অচেনা পুরুষ
অজানা দুপরের ঝরা ফুল,
তাকে চিনতে করোনা ভূল।
নিওনা তোমার কমনীয় হাতে,
নিঃস্ব হবে জীবন প্রভাতে।
সে সমুদ্রে ভাসা জোয়ারের ফেনা,
দূর অতিথি তাই তাকে চিননা।
না চিনে যেন মুক্তা ভেবনা,
তোমার সুন্দর আঁচলে নিওনা।
বিলীন হয়ে যাবে নিমিশে,
কষ্ট পাবে তুমি হৃদয় সকাশে।
- লিখেছেন: মোঃ আব্দুল হান্নান
- ক্যাট্যাগরি: গল্প ও কবিতা
- পোষ্টটি দেখা হয়েছে: 2125 বার
Read more...