স্বাধীনতা মানে
আব্দুল হান্নান
অামি স্বাধীনতা দেখেছি মায়ের অাচল নীচে থেকে,
অামি স্বাধীনতা দেখেছি দুঃসাহসিক মায়ের বুকে।
কি জ্বালাময়ী দুঃসাহসিক হুংকার মায়ের মুখে,
বেরিয়ে যা স্বাধীনতা নিয়েই ফিরবি অামার বুকে।
সে দিন বুঝি নাই স্বাধীনতা কি?কি এর মর্মকথা,
সে দিন বুঝিনি স্বাধীনতা মানে ঘুচানো মায়ের ব্যথা।
অাজ বুঝি স্বাধীনতা মানে এক সাগর রক্তদান,
স্বাধীনতা মানে ফুটন্ত মায়ামুখি জীবন বলিদান।
একটি স্বাধীনতা মানে ক্ষরস্রোতা রক্ত বন্যার সাগর,
একটি স্বাধীনতা মানে সব হারানো বিরান এক নগর।
স্বাধীনতা মানে শোষনের বিরুদ্ধে মজলুমের হুংকার,
স্বাধীনতা মানে অাপন হারাদের অার্তনাদের ঝংকার।
স্বাধীনতা মানে সব হারিয়ে শুন্য হাতে মায়ের মুখের হাসি,
স্বাধীনতা মানে ওগো বাংলাদেশ অামি তোমায় ভালবাসি।
- লিখেছেন: মোঃ আব্দুল হান্নান
- ক্যাট্যাগরি: কম্পিউটার
- পোষ্টটি দেখা হয়েছে: 2134 বার
Read more...