আমার দেশের সোনার ছেলে
মাঠে ফলায় ধান,
কষ্ট ভোলার জন্য ধরে
আহা মধুর গান।
গাত্র পোড়ে সোনার ছেলের
সবারে দিতে অন্ন,
এমন ছেলে কে না চাই বল
এই জগতের জন্য।
রচনাকালঃ
১৪/০৪/২০২১
- লিখেছেন: জাহাঙ্গীর আলম অপূর্ব
- ক্যাট্যাগরি: গল্প ও কবিতা
- পোষ্টটি দেখা হয়েছে: 2041 বার
Read more...