খুন সংঘাত রাহাজানি দিয়ে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম শান্তিপূর্ণ পৃথিবী।
পরশ্রীকাতর মানুষ দিয়ে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম অহিংসা পৃথিবী।
লোভ লালসার মানুষ দিয়ে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম নির্লোভ পৃথিবী।
মেশিনগান,বোমা ও তেজস্ক্রিয় পদার্থে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম এগুলো মুক্ত পৃথিবী।
আমিত্ব আর আত্মা অহংকার মানুষে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম এর বিপরীত পৃথিবী।
জরাগ্রস্ত ও রোগাক্রান্ত মানুষে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম আরোগ্যপূর্ণ পৃথিবী।
উঞ্ছবৃত্তি ও বুভুক্ষু মানুষে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম সাহায্য সহযোগিতার পৃথিবী।
যুদ্ধ বিগ্রহ বিপ্লবে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম ভালোবাসায় ডুবন্ত পৃথিবী।
দূষণ ও গ্যাসীয় পদার্থে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম নির্মল বাসযোগ্য পৃথিবী।
প্রতারক ও প্রতারণায় ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম আশাপূর্ণ পৃথিবী।
কর্মবিমুখ মানুষে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম কর্মমুখী পৃথিবী।
সামপ্রদায়িক সম্প্রতিতে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম অসাম্প্রদায়িক চিন্তাধারার পৃথিবী।
ধর্ষক আর ধর্ষিতায় ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম নর নারীর সাম্যের পৃথিবী।
রচনাকালঃ
১০/০৮/২০২০
- লিখেছেন: জাহাঙ্গীর আলম অপূর্ব
- ক্যাট্যাগরি: গল্প ও কবিতা
- পোষ্টটি দেখা হয়েছে: 1780 বার
Read more...